মঙ্গলবার , ১১ এপ্রিল ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পর্যটন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ

দেশের ৫৩ জেলায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

প্রতিবেদক
Admin
এপ্রিল ১১, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
দেশের ৫৩ জেলায় তাপপ্রবাহ

দেশের তাপমাত্রা আরও বেড়েছে। তাপপ্রবাহের আওতা আগের পাঁচ বিভাগের সঙ্গে পুরো সিলেট বিভাগে বিস্তৃত হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দেশের ছয় বিভাগের ৫২ জেলা ও রংপুর বিভাগের নীলফামারীর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে।

 

আরও পড়ুনঃ তুরস্ক বিশ্বে প্রথম ড্রোনবাহী রণতরী চালু করলো

 

মঙ্গলবার চৈত্রের ২৮ তারিখ। দেশজুড়ে যেন মরুভূমির লু-হাওয়া বইছে। তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। ১০ এপ্রিল থেকে আগামী সাতদিন তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশের আবহাওয়া বিভাগ।

 

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, রাজশাহীর (৮ জেলা), ঢাকা (১৩ জেলা), খুলনা (১০ জেলা), বরিশাল (৬ জেলা), চট্টগ্রাম (১১ জেলা) ও সিলেট (৪ জেলা) বিভাগসহ নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

 

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

 

মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

 

 

Facebook Page: T Media 24 News

সর্বশেষ - Uncategorized

error: Content is protected !!