বুধবার , ১৭ মে ২০২৩ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পর্যটন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ

পাকিস্তানে ইমরানের বাসা ঘিরে রেখেছে পুলিশ’ফের গ্রেপ্তার আতঙ্ক

প্রতিবেদক
Admin
মে ১৭, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ণ
পাকিস্তানে ইমরানের বাসা ঘিরে

পাঞ্জাব পুলিশ ঘিরে রেখেছে ইমরান খানের বাসভবন। চারদিকে রাস্তা বন্ধ। তাকে ফের গ্রেপ্তার করা হবে- এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও আতঙ্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, পুলিশ আমার বাসা ঘিরে রেখেছে। এ কথা জানিয়ে টুইট করেন ইমরান। তাতে বলেন, আরও একবার গ্রেপ্তারের আগে এটা হতে পারে আমার শেষ টুইট। তিনি আরও বলেন, আমার ভয় হচ্ছে পাকিস্তান ধ্বংসের পথে রয়েছে।

 

আরও পড়ুনঃ বিদেশি রাষ্ট্রদূতদের প্রটোকল প্রত্যাহার দেশের জন্য ক্ষতিকর হবেঃ ফখরুল

 

ওদিকে অনলাইন ডন বলছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করতে তার জামান পার্কের বাসার বাইরে অবস্থান করছে পাঞ্জাব পুলিশ। সেখানে ইমরান খানকে চারদিক থেকে ঘেরাও করে রেখেছে পুলিশ কর্মকর্তারা।

 

ওদিকে সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা প্রসঙ্গে ইমরান খান বলেন, আমি আমার সন্তানদের যেভাবে সমালোচনা করি, তেমনিভাবে সেনাবাহিনীর সমালোচনা করি। তাদের সঙ্গে পিটিআইয়ের সংঘাত বাধিয়ে দেয়ার চেষ্টা করছে ক্ষমতাসীন জোট পিডিএম।

 

কিন্তু এ লড়াইয়ে জিতবে কে? তিনি আরও বলেন, পিটিআইকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র হিসেবে ৯ই মে দাঙ্গা করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য তিনি বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানান।

 

Facebook Page: T Media 24 News

সর্বশেষ - Uncategorized

error: Content is protected !!