শনিবার , ৮ জুলাই ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. পর্যটন
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. শিক্ষা
  10. সম্পাদকীয়
  11. সারাদেশ

অভয়নগরে ওয়ানশুটারগান সহ যুবক আটক

প্রতিবেদক
Admin
জুলাই ৮, ২০২৩ ১২:২৩ পূর্বাহ্ণ
অভয়নগরে ওয়ানশুটারগান সহ যুবক আটক

উৎপল ঘোষ,যশোর জেলা প্রতিনিধিঃ

 

যশোরের অভয়নগরে দেশি তৈরি একটি ওয়ানশ্যুটার গান ও এক রাউন্ড গুলিসহ নূরুজ্জামান (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 

আরও পড়ুনঃ যাবজ্জীবন কারাদন্ডের বিধান রেখে খাদ্য আইন ২০২৩ পাস

 

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় বাবলা (২৫) নামে তার এক সহযোগী পালিয়ে যায়।

 

আটক নূরুজ্জামান শংকরপাশা গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার সহযোগী বাবলা একই গ্রামের মৃত গোলাম সরদারের ছেলে।

 

শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।

 

ওসি জানান, সন্ত্রাসী ও মাদক বিরোধি অভিযান চলাকালে শুক্রবার বিকালে শংকরপাশা গ্রামের চৌরাস্তায় একটি চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে একটি মোটরসাইকেল চেকপোস্ট থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হলে পুলিশ এগিয়ে যায়। পুলিশ আসতে দেখে মোটরসাইকেলের চালক তার সহযোগিকে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় পুলিশ নূরুজ্জামান নামে এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দেশি তৈরি একটি ওয়ানশ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। আটক নূরুজ্জামান ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়া তার সহযোগী বাবলার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

 

খোঁজ নিয়ে জানা গেছে, পলাতক বাবলা শংকরপাশা গ্রামের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ।

 

Facebook Page: T Media 24 News

সর্বশেষ - Uncategorized

error: Content is protected !!